ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পোল্যান্ডের রহস্যময় পাইন বন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পোল্যান্ডের রহস্যময় পাইন বন

ঢাকা: পোল্যান্ডের এক অদ্ভুত পাইন বন। অন্যান্য পাইন গাছের সঙ্গে এ বনের গাছগুলোর কোনো মিল নেই।

পশ্চিম পোমেরেনিয়ার ছোট উদ্যানটি আবিষ্ট রহস্যে।

চারশোটি গাছের প্রতিটিরই গোড়ার অংশ মোড়ানো। মনে হয়, দীর্ঘদিন দাঁড়িয়ে থেকে ক্লান্ত গাছগুলো বসে বিশ্রাম নিচ্ছে। কিন্তু এতোগুলো গাছের প্রতিটিই এমন হলো কেন?


এ উদ্যানের পাইন গাছগুলো লাগানো হয়েছিলো ১৯৩০ সালে। জায়গাটি তখন ছিলো জার্মানির অন্তগর্ত। প্রতিটি গাছের গোড়ার ওপরের অংশ ৯০ ডিগ্রি বেঁকে গিয়ে ওপরের দিকে সোজা হয়ে উঠেছে।

এখানকার গাছের এমন আকৃতি কেন তা জানেন না কেউই। তবে অনেকেরই বিশ্বাস, এগুলো কোনো উপায়ে ইচ্ছকৃতভাবে সৃষ্ট।


অন্যদিকে কোনো কোনো তত্ত্ব বলছে, দীর্ঘস্থায়ী গুরুতর তুষারপাত এ ঘটনার কারণ হতে পারে।

তারপরও কিছু রহস্য তো থেকেই যায়...

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।