ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

জলবায়ু পরিবর্তন

বাংলাদেশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইইউ প্রতিনিধি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
বাংলাদেশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইইউ প্রতিনিধি

ঢাকা: ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য কপ ২১ এর আগ মুহূর্তে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকাস্থ ইইউ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ১৭ ও ১৮ নভেম্বর সাতক্ষীরাসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৫ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।

৩০ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জলবায়‍ু সম্মেলন-কপ ২১ এর আগে এ যৌথ পরির্দশন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এটি ওই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ কষ্টের সাক্ষ্যও বহন করছে।

ইইউ প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুন বলেন, ‘আমরা দেখেছি ক্ষতিগ্রস্ত মানুষগুলো সংগ্রাম করছেন এবং সুন্দর আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করে যাচ্ছেন। ’

কপ-২১ এ জলবায়ু পরিবর্তনের শিকার ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক বিবেচনায় উন্নতদের এগিয়ে আসা প্রয়েঅজন বলেও মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।