ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পাপুয়া নিউগিনিতে নতুন প্রজাতির মিঠাপানির কচ্ছপের সন্ধান

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
পাপুয়া নিউগিনিতে নতুন প্রজাতির মিঠাপানির কচ্ছপের সন্ধান

ঢাকা: প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনিতে সম্পূর্ণ নতুন প্রজাতির মিঠাপানির কচ্ছপের সন্ধান পেয়েছে গবেষকরা।

তাদের দাবি, এর আগে নিউগিনি এবং ইন্দোনেশীয়া অংশে এর প্রতিবেশী অঞ্চল থেকে পাওয়া আরও দুই প্রজাতির কচ্ছপের সঙ্গে নতুন পাওয়া এই প্রজাতির মিল রয়েছে।



ধারণা করা হচ্ছে, প্রায় ১৭০ থেকে ১৯০ লাখ বছর আগে একই পূর্বপুরুষ থেকে এদের উৎপত্তি হয়।

নতুন প্রজাতির এই কচ্ছপের অনন্য বৈশিষ্ট্য হলো এর লালচে রঙ। সম্প্রতি একটি জর্নালে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে গবেষকরা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।