সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক কমিটি। আন্তর্জাতিক এ এক্সপোর আয়োজন করছে পানিসম্পদ মন্ত্রণালয় এবং সেমস্ গ্লোবাল।
সংবাদ সম্মেলনে সেমস্ গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম জানান, আগামী ২৬-২৮ অক্টোবর তিনদিন প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। এছাড়া বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশের ৩৫টি কোম্পানি অংশগ্রহণ করবে এতে। যেখানে কোম্পানিগুলো পানির সঠিক ব্যবহারের বিষয় তুলে ধরবে সেমিনারে।
তিনি আরও জানান, প্রদর্শনীর মাধ্যমে ভোক্তা ও উদ্যোক্তাদের মধ্যে একটি প্লাটফর্ম তৈরি হবে। এতে উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন।
পাশাপাশি আমাদেরকে পানির সঠিক ব্যবহার করতে হবে। ভবিষ্যতে তেলের চেয়ে পানির মূল্য বেশি হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সেমস্ গ্লোবাল বাংলাদেশের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, এক্সপো প্রজেক্টের অথরিটি টিম জাহিদ হোসাইন, সিইজিআইএস’র পরিচালক এটিএম শামসুল আলম, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২৩,২০১৭
এসজে/জেডএস