অদ্ভুত প্রাণীটাকে উদ্ধারের পর প্রাণী সংরক্ষণ দলের সদস্যরা জানালেন, এটা আসলে একটি অল্পবয়স্ক নারী ভালুক। এক অস্বাভাবিক চর্মরোগের কারণে সব লোম হারিয়েছে ভালুকটি।
ভালুকটাকে উদ্ধারের পর ক্যালিফোর্নিয়ার মৎস্য ও প্রাণী অধিদপ্তর তাকে সান ডিয়েগোর একটি সংরক্ষণ কেন্দ্রে পাঠায়। সেখানে তার চর্মরোগের চিকিৎসাও চলছে। তার নতুন নাম রাখা হয় ‘ইভ’।
সংরক্ষণ কেন্দ্রের সদস্যরা জানাচ্ছেন, এ শীতেই নিজের মাকে হারিয়েছে ইভ। এরপর থেকেই ক্যালিফোর্নিয়ার গ্রামাঞ্চলে একা একা ঘুরে বেড়াচ্ছিল সে। বয়স তার এখন এক বছর। সংরক্ষণ কেন্দ্রে ভালোই যাচ্ছে ইভের দিনকাল। চিকিৎসকরা বলছেন, ইভের ত্বকে লোম গজাতে আরও কয়েক মাস লেগে যাবে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এনএইচটি/এএ