ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

খুলনায় স্বস্তির বৃষ্টি, তবে...

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
খুলনায় স্বস্তির বৃষ্টি, তবে... খুলনায় ঝরলো স্বস্তির বৃষ্টি, ছবি: বাংলানিউজ

খুলনা: আষাঢ় কাঠফাটা চৈত্রের ছদ্মবেশে খুলনাকে পুড়াচ্ছিলো এতোদিন ধরে। তীব্র সে তাপমাত্রার পরিসমাপ্তি ঘটিয়ে বৃষ্টি নামলো খুলনায়। এতে কিছুটা স্বস্তি পেলো মানুষসহ প্রাণীকূল।

দীর্ঘ খরতাপে অতিষ্ঠ নগরবাসী বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরুর পর ফিরে পেলো সাময়িক স্বস্তি।

এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং হালকা দমকা বাতাসও বয়ে যায়।

বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

পথ চলতে গিয়ে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। তবে এরপরও সবার চোখেমুখে ছিলো স্বস্তি। অনেকেই স্বস্তির বৃষ্টিতে ভিজেছেন। সৃষ্ট বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা।  ছবি: বাংলানিউজআষাঢ় শুরু হওয়ার পর থেকে বৃষ্টির অপেক্ষায় ছিলো মানুষ। মাঝে দু'একদিন ছিটে ফোটা বৃষ্টি হলেও কাঙ্খিত বৃষ্টির প্রত্যাশা পূরণ হয়নি। অবশেষে এই তীব্র গরমে ঝরেছে স্বস্তির বৃষ্টি। তবে স্বস্তির এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে বাইরে থাকা মানুষজন।

বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন বলেন, অসহ্য গরমের পর খুলনায় শুরু রহমতের বৃষ্টি।

এদিকে সামান্য বৃষ্টিতে রাস্তা নয়, যেন কাদা পানির ডোবায় পরিণত হয়েছে নগরীর অনেক সড়ক। আবার কোথাও কাদা পানির সঙ্গে আবর্জনায় ভরে গেছে। ছোট-বড় খানাখন্দে বেহাল দশায় পড়েছে নগরবাসী। বিশেষ করেন খান জাহান আলী রোডের রয়্যালের মোড়, শান্তিধামের মোড়, শামসুর রহমান রোড, বাইতিপাড়া, মৌলভীপাড়া, মিয়াপাড়া, দোলখোলা, মিস্ত্রিপাড়া, টুটপাড়ায় রাস্তায় পনি জমে যাওয়া পথচারীরা পড়েছেন বিপাকে। সৃষ্ট বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা।  ছবি: বাংলানিউজখুলনা আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, বর্ষা মৌসুমের বৃষ্টি শুরু হয়েছে। তবে আষাঢ়ের অবিরাম বৃষ্টি মতো এ বৃষ্টি বেশি সময় স্থায়ী হবে না। দুই-তিন ঘণ্টা হয়ে থেকে যাবে। আবার শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।