ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নীলফামারীতে শীত নামালো ‘কায়তা সাঁতাও’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
নীলফামারীতে শীত নামালো ‘কায়তা সাঁতাও’  বৃষ্টি পড়ছে। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারী জেলার সৈয়দপুরে শুক্রবার (২৫ অক্টোবর) ভোর থেকে শুরু হয়েছে কায়তা সাঁতাও বা কার্তিক মাসের দুর্যোগ। থেমে থেমে বইছে ঝড়ো হাওয়া, সঙ্গে গুঁড়ি গুঁড়ি  বৃষ্টি। ফলে উত্তরের জেলাগুলোতে শীত অনুভূত হচ্ছে।

শুক্রবার নীলফামারীতে তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।  

সৈয়দপুর আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

শুক্রবার ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে দ্রুত নামতে থাকে তাপমাত্রা।

বৃষ্টির কারণে দিনমজুর মানুষকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে দেখা যায়। অনেকে কাজে বের হতে পারেননি। যারা বেড়িয়েছেন তারা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে।

সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বয়োজ্যেষ্ঠ চেতনা বর্মন (১০০) জানান, আশ্বিন-কার্তিকের এ ঝড়ো হাওয়াকে কায়তা সাঁতাও বলা হয়। এ ধরনের দুর্যোগের কারণে তাপমাত্রা হু হু করে নামতে থাকে।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।