শনিবার (০৯ নভেম্বর) সকালে উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের দুর্গম থানচির নদীপথে বিভিন্ন পর্যটন স্পটে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
সূত্রে জানা যায়, শুক্রবার ও শনিবার নিয়মিত বন্ধসহ ঈদে মিলাদুন্নবীর তিন দিনের ছুটিতে থানচি উপজেলার বহুল পরিচিত পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণের উদ্দেশে অনেক পর্যটকের সমাগম হয়।
এ বিষয়ে জানতে চাইলে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল বাংলানিউজকে জানান, সারাদেশের মত ঘূর্ণিঝড় বুলবুলকে কেন্দ্র করে উপজেলার নদীপথে দুর্গম পর্যটন কেন্দ্র্রগুলোতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি ভালো হলে আবার পর্যটকরা নদীপথে থানচির বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমণে যেতে পারবেন।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
আরবি/