আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে, আটদিন ধরে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে তাপমাত্রা। গত ২২ নভেম্বর সারাদেশের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে সারাদেশের মধ্যে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। তবে গত কয়েকদিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে জানুয়ারিতে তাপমাত্রা আরও কমতে পারে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এসআরএস