ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পাথরঘাটায় সাড়ে ৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
পাথরঘাটায় সাড়ে ৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে সাড়ে তিন ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে রুহিতা ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের সাইকুল মাঝির বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

সাপটি প্রায় ৩ফুট ৭ইঞ্চি লম্বা ও ১ কেজি ৪০০ গ্রাম ওজনের।

ভিটিআরটির টিম লিডার মো. দুলাল হোসেন ও মো. ইব্রাহিম জানান, সাইকুল মাঝির বাড়ির পুকুরের পাশে ফেলে রাখা জালে আটকা পরে আজগরটি। সাইকুল মাঝি দেখে তাৎক্ষণিক তাদের খবর দেন। এরপর তারা গিয়ে সাপটি উদ্ধার করেন।

বন বিভাগের টেংরা ভিট কর্মকর্তাকে খবর দেওয়া হয়েছে। তিনি এলে তার কাছে সাপটি হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।