চুয়াডাঙ্গা: পৌষের শুরুতেই চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। শনিবার (১৯ ডিসেম্বর) জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। শীতল ও হিম বাতাসের গতিবেগ বাড়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এরকম পরিস্থিত আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
আরএ