ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ছবি: বাংলানিউজ

নওগাঁ: দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে নওগাঁ আবহাওয়া অফিসের টেলি প্রিন্টার অপারেটর রিপন আহম্মেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

রিপন আহম্মেদ বলেন, ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। তবে ঠাণ্ডার কারণে ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের ধান রোপণ। কষ্টে আছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠি ও ছিন্নমূল মানুষ। গত তিন দিন থেকেই এমন আবহাওয়া বইছে জেলাজুড়ে। এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।