ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পশ্চিমাঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
পশ্চিমাঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকা: জানুয়ারির শেষের দিকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের উন্নতি হয়েছে। বাড়ছে তাপমাত্রা।

সেই সঙ্গে আভাস রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতেরও।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়েছে- শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা নাগাদ সারাদেশের আবহাওয়া  শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে ঘন কুয়াশার কারণে নদীবন্দরে কোনো সতর্কতা দেখাতে বলা হয়নি।

এদিকে রাঙামাটি, শ্রীমঙ্গল, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, সাতক্ষীরা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে যাচ্ছে সেটাও প্রশমিত হতে পারে।  

শুক্রবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  

অন্যদিকে শনিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে- দেশের পশ্চিমাংশে হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পর্যালোচনায় বলা হয়েছে, তাপমাত্রা হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।