ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সিরাজগঞ্জে বয়ে গেল ভয়াবহ কালবৈশাখী ঝড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
সিরাজগঞ্জে বয়ে গেল ভয়াবহ কালবৈশাখী ঝড়

সিরাজগঞ্জ: টানা কয়েকদিনের তীব্র গরম ও দাবদাহের পর ভয়াবহ কালবৈশাখী ঝড় বয়ে গেল সিরাজগঞ্জের ওপর দিয়ে।

বুধবার (২১ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিটে কালবৈশাখী ঝড়ের সঙ্গে সঙ্গে মূষলধারে বৃষ্টিও দেখা যায়।

এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসলেও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সিরাজগঞ্জের তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত ৮টা ২০ মিনিট থেকে শুরু করে ৯টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সঙ্গে তাড়াশ উপজেলায় ঝড়ো বাতাস বয়ে গেছে। এছাড়াও কিছু কিছু স্থানে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার পারভেজ বাংলানিউজকে বলেন, সিরাজগঞ্জের পর দিয়ে প্রচন্ড কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আশা করছি বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালের মধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে।

এদিকে ঝড়ে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের বোয়ালিয়া এলাকায় অর্ধশত বছরের পুরনো গাছ ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে।  পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ অপসারণে কাজ করছে।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।