ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সিরাজগঞ্জে কমছে যমুনার পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
সিরাজগঞ্জে কমছে যমুনার পানি ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। সেই সঙ্গে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও কমছে।

ফলে কেটে যেতে শুরু করেছে বন্যা আতঙ্ক।  

সোমবার (৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ১৩ দশমিক ৭২ মিটার। গত ২৪ ঘণ্টায় ২২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা-১৩ দশমিক ৩৫ মিটার)।  

অন্যদিকে, কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭৩ মিটার। ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার কমে ৪৮ সেন্টিমিটার ওপরে রয়েছে (বিপৎসীমা-১৫ দশমিক ২৫ মিটার)।  

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জ কার্যালয়ে উপ-সহকারী জাকির হোসেন বাংলানিউজকে জানান, শনিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকেই কমতে শুরু করেছে যমুনার পানি। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত দ্রুতই পানি কমছে। দু’একদিনের মধ্যেই পানি বিপৎসীমার নিচে নামবে। পাশাপাশি অভ্যন্তরীণ, ফুলজোড়, করতোয়া, ইছামতি ও বড়াল নদীর পানিও দ্রুত কমতে শুরু করেছে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।