ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বিকেলে

ঢাকা: গভীর নিম্নচাপটি সোমবার (২১ মার্চ) বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরাে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এছাড়া ফরিদপুর, রাঙ্গামাটি, সিলেট, রাজশাহী, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে যে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটিও অব্যাহত থাকবে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গভীর নিম্নচাপের কেন্দ্রে বাতাসের গতিবেগ ওঠে যাচ্ছে ৫০ কি.মি. পর্যন্ত। এতে সাগর বিক্ষুব্ধ হয়ে উঠছে। তাই গভীর সাগরে নৌকা ও ট্রলারগুলোকে বিচরণ করতে নিষেধ করা হয়েছে। এছাড়া সকল সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে।

>>> সাগরে নিম্নচাপ, বন্দরে এক নম্বর সংকেত

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
ইইউডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।