ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

জাতীয় পরিবেশ পুরস্কার পেলেন অধ্যাপক ড. সালিমুল হক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
জাতীয় পরিবেশ পুরস্কার পেলেন অধ্যাপক ড. সালিমুল হক

জাতীয় পরিবেশ পুরস্কার ২০২০ পেয়েছেন জলবায়ু বিজ্ঞানী, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক এবং পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সালিমুল হক।  

সম্প্রতি তাকে এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারের অংশ হিসেবে ২২ ক্যারেটের একটি সোনার ক্রেস্ট, নগদ ৫০ হাজার টাকা এবং একটি সনদপত্র পাচ্ছেন তিনি।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বিভিন্ন শ্রেণিতে অধ্যাপক ড. সালিমুল হক ছাড়াও আরো বেশ কয়েকজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানকে মনোনয়ন দিয়েছিল জাতীয় পরিবেশ পুরস্কার বিষয়ক জাতীয় কমিটি। সেসময় একটি অনলাইন সভায় এসব মনোনয়ন দেওয়া হয়েছিল। অধ্যাপক ড. হক পুরস্কারটি পাচ্ছেন পরিবেশ শিক্ষা ও জনসংযোগ শ্রেণিতে।

অধ্যাপক ড. হক বলেন, সম্মানজনক এই পুরস্কারটির জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। একটি বাসযোগ্য পৃথিবী গড়তে আমাদের যে লড়াই, সেটি চালিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এ ধরনের স্বীকৃতি। নতুন প্রজন্মের জন্য জন্য একটি টেকসই ভবিষ্যত নিশ্চিত করতে সমাজের সকল স্তরের সবার একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই।  

এ বছর অধ্যাপক ড. সালিমুল হক দেশে-বিদেশে আরো বেশ কয়েকটি বিশেষ সম্মান ও স্বীকৃতি পেয়েছেন। এর মধ্যে রয়েছে ব্রিটিশ সরকারের দেওয়া সম্মানজনক অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার (ওবিই) এবং যুক্তরাজ্যের নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের দেওয়া সম্মানজনক ডক্টর অব সায়েন্স ডিগ্রি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ০২ আগস্ট ২০২২
এসআইএস    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।