রোববার সন্ধ্যায় জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্র জানায়, বিদ্যুৎ লাইনে ওপর গাছ পড়ায় এবং বিদ্যুতের খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সব সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ লাইন সঞ্চালনের কাজ চলছে।
বিদ্যুৎ বন্ধ থাকায় জেলায় জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে আরও সময় লাগবে। বিদ্যুৎ সংযোগ সচল হলে জেলা প্রশাসনের সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এনটি