ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

ইউল্যাবে স্প্রিং ২৩ ব্যাচের নবীন বরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
ইউল্যাবে স্প্রিং ২৩ ব্যাচের নবীন বরণ

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শনিবার (১৪ জানুয়ারি) স্প্রিং ২৩ ব্যাচে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের জন্য নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করে।  

আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভিদ মাহবুব, নাভিদস কমেডি ক্লাব ও নাভিদ মাহবুব ইনকরপোরেটের সিইও।

 

ইউল্যাবের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান নবীনদের স্বাগত জানান এবং বিভাগীয় প্রধানদের পরিচয় করিয়ে দেন। পাশাপাশি ইউল্যাবের অ্যাডভেঞ্চার ক্লাব ও ডিউক অব এডিনবার্গের কথা উল্লেখ করে বিভিন্ন কার্যক্রমের বিষয়ে কথা বলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তোমাদের সিভিতে কাজের কথা উল্লেখ করা দেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে ভালো রেজাল্ট থাকা ভালো কিন্তু এটাই সব না। ভিড়ের মধ্যে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার জন্য তোমাদের হয়ে উঠতে হবে সমস্যা সমাধানকারী।  

ইউল্যাবের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর রেহান আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে ইউল্যাবের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি মেম্বার, প্রশাসনিক কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।