ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

এশিয়ান পাওয়ারলিফটিংয়ে ব্রোঞ্জ জিতলেন আইইউবির আদিত্য

কর্পোরেট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এশিয়ান পাওয়ারলিফটিংয়ে ব্রোঞ্জ জিতলেন আইইউবির আদিত্য

ঢাকা: এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপের ‘ডেডলিফটস’ শ্রেণিতে ব্রোঞ্জ পদক জিতেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আদিত্য পারভেজ।

গত ডিসেম্বরের ২-৭ তারিখে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩১২.৫ কেজি ওজন উত্তোলন করে এই পদক জেতেন আদিত্য।

এর আগে ২০১৯ সালে জাতীয় পাওয়ারলিফটিং প্রতিযোগিতায়ও শিরোপা জিতেছিলেন তিনি।

এবারের এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ২৯টি দেশের ৫ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। এবারই প্রথম এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশের ৯ প্রতিযোগী। তাদের মধ্যে সাব-জুনিয়র শ্রেণিতে ৪৭২.৫ কেজি উত্তোলন করে স্বর্ণপদক জিতেছেন রাইয়ান রহমান।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।