ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘বইয়ের জন্য অনুদান’ আইকন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘বইয়ের জন্য অনুদান’ আইকন 

ঢাকা: এখন বিকাশ অ্যাপের সাজেশন বক্সের ‘বইয়ের জন্য অনুদান’ আইকন থেকে সুবিধাবঞ্চিত শিশুদের বইয়ের জন্য সরাসরি ‘প্রথম আলো ট্রাস্ট’ ফান্ডে অনুদান দিতে পারছেন গ্রাহক। আরও সহজে বাড়তি কোনো সময় ছাড়াই এ অনন্য উদ্যোগে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে সম্প্রতি বিকাশ অ্যাপে নতুন করে ‘বইয়ের জন্য অনুদান’ আইকন যুক্ত করা হয়েছে।

অমর একুশে বইমেলায় বই সংগ্রহের পাশাপাশি অ্যাপ থেকেও বই অনুদানের উদ্যোগ নিয়েছে বিকাশ। গ্রাহকদের দেওয়া অনুদানের অর্থে বই কিনে প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে বিতরণ করা হবে।  

নতুন এ সংযোজনের ফলে যেসব মানুষ ইচ্ছা থাকলেও সময় ও সুযোগের অভাবে সরাসরি মেলায় এসে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই অনুদান করতে পারছেন না, তারা খুব সহজে যেকোনো সময় যেকোনো স্থান থেকে এখন বইয়ের জন্য অনুদান দিতে পারছেন।  

বিকাশ অ্যাপ থেকে এসব শিশুদের জন্য বইয়ের জন্য অনুদান দেওয়া খুবই সহজ। প্রথমে অ্যাপে লগইন করে ‘অন্যান্য সেবা’ থেকে ‘ডোনেশন’ বাটনে ক্লিক করতে হবে। অথবা সাজেশন বক্স থেকেও সরাসরি ‘বইয়ের জন্য অনুদান’ আইকনে ক্লিক করে অনুদানের অ্যামাউন্ট ও রেফারেন্স দিয়ে ‘কনফার্ম পেমেন্ট’ এ ক্লিক করে প্রয়োজনীয় পিন দিয়ে সম্পন্ন করা যাবে বইয়ের জন্য অনুদান। এখান থেকে প্রথম আলো ট্রাস্টের ফান্ডে জমা হওয়া টাকাগুলো দিয়ে মেলা শেষে বই কিনে বিতরণ করা হবে।  

উল্লেখ্য, গত তিনটি বইমেলার ধারাবাহিকতায় এবারও মেলায় আসা দর্শনার্থী-লেখক-প্রকাশকদের কাছ থেকে বই সংগ্রহ করছে বিকাশ। সংগৃহীত বইয়ের সঙ্গে বিকাশের পক্ষ থেকে দেওয়া বই এবং অনুদানের অর্থে কেনা বই মিলিয়ে প্রথম আলো ট্রাস্টের মাধ্যমেই সারা দেশে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল, পাঠাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লাইব্রেরিগুলোতে বিতরণ করা হবে।  

গত তিন বছরে এ উদ্যোগের মাধ্যমে ৭২ হাজার ৫০০টি বই বিতরণ করেছে বিকাশ। মেলা প্রাঙ্গণের বুথে এসে নতুন-পুরাতন সব ধরনের বই দিতে পারছেন আগ্রহীরা। যারা ঢাকার বাইরে আছেন তারা নিজ নিজ এলাকার বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে গিয়েও বই দিয়ে আসতে পারছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।