ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাটার ৩৬৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
বাটার ৩৬৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: শেয়ারহোল্ডাররা ২০২২ সালের জন্য বাটার ৩৬৫ শতাংশ নগদ লাভ অনুমোদন করেছে। বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫১তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান রাজীব গোপালাকৃষ্ণনান।  

সভায় অন্যান্য কার্যাবলীর সঙ্গে শেয়ারহোল্ডাররা নিরীক্ষিত আর্থিক বিবরণী ও পরিশোধিত মূলধনের ওপর ৩৬৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ৩৬৫ শতাংশ লভ্যাংশের মধ্যে ১০৫ শতাংশ চূড়ান্ত ও ২৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ, যা ইতোমধ্যে দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন- কোম্পানির ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অনির্বাণ অসিত কুমার ঘোষ, স্বতন্ত্র পরিচালক কে এম রেজাউল হাসানাত, স্বতন্ত্র পরিচালক মিসেস রূপালী চৌধুরী, অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ ও কোম্পানির সচিব হাসিম রেজা।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।