ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

এবি ব্যাংক নিয়ে এলো নারী উদ্যোক্তা স্মার্টকার্ড ঋণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এবি ব্যাংক নিয়ে এলো নারী উদ্যোক্তা স্মার্টকার্ড ঋণ

ঢাকা: নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে দেশের নারী উদ্যোক্তাদের মাঝে নিজস্ব তত্ত্বাবধানে স্মার্টকার্ডের মাধ্যমে ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক লিমিটেড।

বুধবার (২৬ জুলাই) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে দেশের নারী উদ্যোক্তাদের মাঝে নিজস্ব তত্ত্বাবধানে স্মার্টকার্ডের মাধ্যমে ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক। এ ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের উপস্থিতিতে অংশ নেন দেশের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তারাসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।