ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

‘স্বপ্ন’তে ১৫৫ টাকায় ১ ডজন ডিম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
‘স্বপ্ন’তে ১৫৫ টাকায় ১ ডজন ডিম

ঢাকা: যেখানে বাজারের সবখানে ডিম ১৬০ বা ১৭০ টাকা ডজনে বিক্রি হচ্ছে, সেখানে দেশের নাম্বার ওয়ান রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’তে পাওয়া যাবে ১৫৫ টাকায় ১ ডজন ডিম।  

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, জনজীবনে স্বস্তি ফেরানোর লক্ষ্যে নামমাত্র মুনাফায় ডিম বিক্রির এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা।

ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা জোনের সব ‘স্বপ্ন’ আউটলেটে ডিম ১৫৫ টাকা ডজনে পাওয়া যাবে, যা বাজারে এখন ১৬৫-১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্বপ্নের বিশেষ ছাড় ১৪ ও ১৫ আগস্ট প্রযোজ্য হবে। শর্ত থাকছে একজন গ্রাহক স্বপ্ন আউটলেট থেকে ১ ডজনের বেশি ডিম কিনতে পারবেন না। যেন অন্য কোনো দোকানি অসৎভাবে বেশি পরিমাণ ডিম কিনে ব্যবসা না করতে পারে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।