ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাংলালিংক অ‌্যাপে মিল‌ছে ফ্রি ডেঙ্গু চিকিৎসা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
বাংলালিংক অ‌্যাপে মিল‌ছে ফ্রি ডেঙ্গু চিকিৎসা

ঢাকা: বাংলালিংকের ওয়ান-স্টপ ডিজিটাল সল্যুশন প্ল্যাটফর্ম মাইবিএল সুপার অ্যাপের মাধ্যমে ডেঙ্গুর উপসর্গ রয়েছে এমন রোগীদের বিনামূল্যে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। সারা দেশে গ্রাহকদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সহায়তা দেওয়ার প্রচেষ্টাকে আরও দৃঢ় করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বাংলালিংক।

মাইবিএল সুপার অ্যাপের ‘বিএল কেয়ার’ সেগমেন্টে ২২ আগস্ট থেকে গ্রাহকরা ডেঙ্গু সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ পাবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানায়, বিশেষ এই সেবার অ্যাপয়েন্টমেন্ট মাত্র ১০ মিনিটের মধ্যে পাওয়া যাবে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, দেশের জনসাধারণকে প্রয়োজনের সময়ে সহায়তা করতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর নাগরিকদেরকে সহায়তার ক্ষেত্রে অবদান রাখতে চাই। ইতোমধ্যে দেশে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রাথমিকভাবে ডেঙ্গু সনাক্তকরণ ও দক্ষ ব্যবস্থাপনায় সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নিতে আমরা সচেষ্ট আছি। এই ক্ষেত্রে মাইবিএল সুপার অ্যাপের মাধ্যমে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ দিচ্ছি ও গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করছি।

বাংলালিংক স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের জনগণের স্বাস্থ্যসেবা ও সুরক্ষাকে উন্নত করার লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার বাড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাইবিএল সুপার অ্যাপের ‘বিএল কেয়ার’ সেগমেন্টের লক্ষ্য সারা দেশে স্বাস্থ্যসেবা সহজলভ্য এবং সাশ্রয়ী করে তোলা। এর পাশাপাশি মাইবিএল সুপার অ্যাপ ব্যবহারকারীদেরকে উন্নত মানের ডিজিটাল সেবাগুলির নিরবচ্ছিন্ন সুবিধা উপভোগ করার সুযোগ দেয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন কোর্সের মাধ্যমে পড়াশোনা, কনটেন্ট ও গেমিং-এর মাধ্যমে বিনোদনসহ আরও বিভিন্ন ধরনের সেবা।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এমআইএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।