ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

নারায়ণগঞ্জে ডোমিনোজ পিৎজার ২১তম স্টোর উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
নারায়ণগঞ্জে ডোমিনোজ পিৎজার ২১তম স্টোর উদ্বোধন

ঢাকা: বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পিৎজা চেইন ডোমিনোজ পিৎজা নারায়ণগঞ্জের চাষাড়াতে উদ্বোধন করেছে তাদের ২১তম স্টোর।  

গ্রাহকদের ‘চিজি হ্যাপিনেস’ এর সুযোগ দিতে ওই এলাকায় ২৩ আগস্ট ডোমিনোজ পিৎজা আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করে।

 

আন্তর্জাতিকমানের ডোমিনোজ পিৎজার এ নতুন আউটলেটটি নারায়ণগঞ্জবাসী সাদরে গ্রহণ করেছে। বাংলাদেশে ডোমিনোজ পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দ্বারপ্রান্তে। পাইপিং হট পিৎজা, গার্লিক ব্রেড, চকো লাভা কেক ছাড়াও অন্যান্য সুস্বাদু খাবার ও ডেজার্ট সরবরাহ করতে ডোমিনোজ পিৎজা সর্বদা সচেষ্ট। এ স্টোরটি উদ্বোধনের সময় ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন’ এর ছাত্র-ছাত্রীরা, যারা এ ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে।

নারায়ণগঞ্জে আমাদের নতুন স্টোরের জমকালো উদ্বোধন করতে পেরে আমি বেশ আনন্দিত। ঢাকার বাইরে এটি আমাদের প্রথম স্টোর। বাংলাদেশে আমাদের ক্রমবর্ধমান গ্রাহক বেসের চাহিদা মেটাতে আমরা ক্রমাগত আমাদের স্টোর নেটওয়ার্ক প্রসারিত করছি। এ সম্প্রসারণ আমাদের মূল্যবান গ্রাহকদের সুস্বাদু পিৎজা দেওয়ার প্রতিশ্রুতির প্রমাণ। আমরা আমাদের সিগনেচার ফ্লেভার ও ব্যতিক্রমী পরিষেবা আরও বেশি লোকের কাছে নিয়ে আসতে পেরে আনন্দিত, তারই সঙ্গে নারায়ণগঞ্জের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে উন্মুখ। আমাদের টিম সব সময় ফাইভ স্টার পিৎজা এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য নিবেদিত ও আমরা সবাইকে শ্রেষ্ঠ সেবা দিতে বদ্ধ পরিকর বলেছেন- জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা।

নারায়ণগঞ্জে অল্প সময়ের মধ্যেই হট ও ফ্রেশ পিৎজা পেতে ডোমিনোজ পিৎজা হবে গ্রাহকদের আদর্শ ব্র্যান্ড। কলেজ রোড, চেয়ারম্যান বাড়ি, মুক্তিযোদ্ধা সড়ক, বংশাল রোডসহ নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ৩০ মিনিটে হোম ডেলিভারি দেবে ডোমিনোজ পিৎজা। প্লে-স্টোর থেকে ‘Domino’s Pizza Bangladesh’ অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই হোম-ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন অথবা ওয়েবসাইট থেকে সরাসরি m.dominos.com.bd-এ অথবা 16656 নম্বরে কল করেও অর্ডার করা যাবে।

নারায়ণগঞ্জসহ বর্তমানে ডোমিনোজ পিৎজার সর্বমোট ২১টি আউটলেট আছে, যা ধানমন্ডি, পান্থপথ, উত্তরা, বনানী, মোহাম্মদপুর, ওয়ারী, লক্ষ্মীবাজার, মিরপুর ১২, মিরপুর-২, খিলগাঁও, যমুনা ফিউচার পার্ক, ইস্কাটন, গুলশান-১, বাসাবো, ধানমন্ডি-২৭, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, বনশ্রী ও ইসিবি চত্বরে অবস্থিত। বর্তমানে ডাইন ইন, ডেলিভারি ও টেকঅ্যাওয়ে সেবার মাধ্যমে ঢাকার বিভিন্ন প্রান্তের পিৎজাপ্রেমীরা ডোমিনোজের সুস্বাদু পিৎজা উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।