ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

আইএফআইসি ব্যাংকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
আইএফআইসি ব্যাংকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

ঢাকা: প্রাত্যহিক জীবনে বিভিন্ন বহুমাত্রিক কার্যক্রমের মধ্যদিয়ে গ্রামীণ নারীরা সরাসরি ভূমিকা রাখছে দেশের স্বনির্ভর অর্থনীতির বিনির্মাণে। শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি গ্রাম পর্যায়ে অব্যাহত রেখেছে নারী বান্ধব বিভিন্ন ব্যাংকিং সুবিধা।

 

আইএফআইসি ব্যাংক থেকে কৃষি ঋণসহ বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিসের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করেছেন অসংখ্য সংগ্রামী গ্রামীণ নারী। নারীদের এ অগ্রযাত্রায় ভূমিকা রাখতে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন শাখা-উপশাখায় গত রোববার উদযাপন করা হয় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস।  

এ সময় সংশ্লিষ্ট শাখা-উপশাখাগুলোর নারী গ্রাহক ও তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ