ঢাকা: ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর স্বনামধন্য টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) অর্জন করেছে মাস্টারকার্ড। পর্যটন শিল্পে অসামান্য অবদান রাখা, প্রচেষ্টা এবং উদ্ভাবনী উদ্যোগের জন্য ‘এক্সিলেন্স ইন ট্যুরিজম ফ্রেন্ডলি পেমেন্ট সার্ভিস’ ক্যাটাগরিতে এ মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে মাস্টারকার্ড।
রোববার (২ জুন) রাজধানীর বনানীতে আয়োজিত এক জাঁকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাস্টারকার্ডের পক্ষ থেকে ইতোমধ্যে এ পুরস্কার গ্রহণ করেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
অনুষ্ঠানে টোয়াব এর প্রেসিডেন্ট শিবলুল আজম কোরেশী পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুন ০২, ২০২৪
আরআইএস