ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

চট্টগ্রামের মীর গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা নেই ঢাকার মীর গ্রুপের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
চট্টগ্রামের মীর গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা নেই ঢাকার মীর গ্রুপের

ঢাকা: সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কারণে ঢাকাভিত্তিক মীর গ্রুপ ও চট্টগ্রামভিত্তিক মীর গ্রুপ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, ঢাকাভিত্তিক মীর গ্রুপ তথা মীর গ্রুপ অব কোম্পানির সঙ্গে চট্টগ্রামের মীর গ্রুপ বা এস আলম গ্রুপের কোনো সম্পর্ক নেই।

আমাদের প্রতিষ্ঠান শুধুমাত্র দেশের নির্মাণ ও তথ্যপ্রযুক্তি খাতে কাজ করে এবং ১৯৬০ সাল থেকে দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। মীর গ্রুপের কিছু উল্লেখযোগ্য অঙ্গ-প্রতিষ্ঠান হলো- মীর আক্তার হোসেন, মীর সিমেন্ট, মীর কনক্রিট ব্লক, মীর রিয়েল এস্টেট, মীর ইনফো সিস্টেমস।

এছাড়া রয়েছে বহু প্রতিষ্ঠিত অঙ্গ-প্রতিষ্ঠান, যা দেশের ও দেশের বাইরে নির্মাণ এবং তথ্যপ্রযুক্তি খাতে সময়ের সঙ্গে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।