ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

প্রকাশ পেল ইকরাম কবীরের ‌‘খুদে গল্পের বই’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
প্রকাশ পেল ইকরাম কবীরের ‌‘খুদে গল্পের বই’

ঢাকা: শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকাস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো সময়ের শক্তিমান লেখক ইকরাম কবীরের নতুন গল্পগ্রন্থ ‘খুদে গল্পের বই’-এর প্রকাশনা আড্ডা।  

আজব প্রকাশ থেকে প্রকাশিত বইটির এ প্রকাশনা আড্ডায় উপস্থিত থেকে নিজেদের বক্তব্য প্রকাশ করেন কথাসাহিত্যিক মোজাফফর হোসেন, হাইকেল হাশমী ও শাকুর মজিদ।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘খুদে গল্পের বই’ নিয়ে আলোচনা করেন এ বক্তারা। পরে নিজের এ লেখার যাত্রা নিয়ে কথা বলেন ইকরাম কবীর।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকাশক জয় শাহরিয়ার। পরে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রকাশিত বই থেকে একটি খুদে গল্প পড়ে শোনান লেখক ইকরাম কবীর। পরে প্রশ্নোত্তর পর্বে পাঠক ও উপস্থিত শ্রোতাদের নানা প্রশ্নের উত্তর দেন লেখক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন যথাক্রমে এহসান সামাদ ও ফারহান আবিদ।

ইকরাম কবীরের বই ‘খুদে গল্পের বই’ এখন পাওয়া যাচ্ছে সারা দেশে। আজব প্রকাশের ফেসবুক পেজে অর্ডারের পাশাপাশি সারা দেশের বিভিন্ন অনলাইন শপে পাঠকরা বইটি অর্ডার করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।