ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বেসিস সদস্যদের জামানতবিহীন ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
বেসিস সদস্যদের জামানতবিহীন ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্যদের জামানতবিহীন ঋণ সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক এবং বেসিসের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

এই উদ্যোগ বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এটি দেশের আইসিটি খাতের জন্য অত্যন্ত সহায়ক পদক্ষেপ, কারণ এখন বেসিসের ২ হাজার ৫শ’র বেশি সদস্য ব্র্যাক ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ এবং ওয়ান-স্টপ সেবা পাবেন।

এই কৌশলী জোট বেসিস সদস্যদের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি অর্থায়নবিষয়ক সমাধান দেবে। এটি সহজে অর্থায়নের মাধ্যমে তাদের উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে পৌঁছাতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে বিশেষভাবে সহায়তা করবে।

এই জামানতবিহীন ঋণ সেবা ব্র্যাক ব্যাংকের উদ্ভাবনী প্রচেষ্টা এবং ব্যবসা সম্প্রসারণের জন্য সহজ ঋণ সুবিধা দেওয়া আইসিটি খাতের স্থিতিশীল উন্নয়নে সহায়তা করার প্রতিশ্রুতিকে তুলে ধরে।

৩১ অক্টোবর ২০২৪ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সমঝোতা চুক্তিতে সই করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন এবং বেসিসের ভাইস প্রেসিডেন্ট অব ফাইন্যান্স এম আসিফ রহমান।

অনুষ্ঠানে সৈয়দ আবদুল মোমেন বলেন, বেসিসের সঙ্গে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা আইসিটি উদ্যোক্তাদের জন্য নতুনভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে অত্যন্ত আনন্দিত। জামানতবিহীন ঋণের সুবিধা দিয়ে আমরা বেসিস সদস্যদের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে এবং বাংলাদেশের ডিজিটাল উন্নয়নে অবদান রাখতে সহায়তা করছি। এই সহজ ঋণ সুবিধা উদ্যোক্তাদের কর্ম সম্পাদন এবং রপ্তানি পরিমাণ বাড়াতে সাহায্য করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের প্রেসিডেন্ট এম রাশিদুল হাসান, ডিরেক্টর বিপ্লব ঘোষ এবং ডিরেক্টর মীর শাহরুখ ইসলাম, ব্র্যাক ব্যাংকের হেড অব ইমার্জিং কর্পোরেট ইন্দ্রজিৎ সুর এবং হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) আলমগীর হোসেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।