একইসঙ্গে রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন, অবসরপ্রাপ্ত জেলা জজরা আর নিম্ন আদালতে তাদের আইন পেশা পরিচালনা করতে পারবে না। তবে উচ্চ আদালত তারা আইন পেশা পরিচালনা করতে পারবেন।
বেসরকারি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে বুধবার (০৮ ফেব্রুয়ারি) এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি বলেন, ‘আমি ৩৫ বছরের সীমার আরজি জানিয়েছিলাম। কিন্তু আদালত বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা ব্যক্তিদের বিষয় বিবেচনা করে ৪০ বছরের কথা বলেছেন’।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
ইএস/এএসআর