ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

‘চল্লিশের পরে আইনজীবী সনদ নেওয়া যাবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
‘চল্লিশের পরে আইনজীবী সনদ নেওয়া যাবে না’

ঢাকা: ৪০ বছরের বেশি বয়সীরা আর বার কাউন্সিলের সনদ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একইসঙ্গে রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন, অবসরপ্রাপ্ত জেলা জজরা আর নিম্ন আদালতে তাদের আইন পেশা পরিচালনা করতে পারবে না। তবে উচ্চ আদালত তারা আইন পেশা পরিচালনা করতে পারবেন।



বেসরকারি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে বুধবার (০৮ ফেব্রুয়ারি) এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
তিনি বলেন, ‘আমি ৩৫ বছরের সীমার আরজি জানিয়েছিলাম। কিন্তু আদালত বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা ব্যক্তিদের বিষয় বিবেচনা করে ৪০ বছরের কথা বলেছেন’।
 
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।