ওই শিক্ষকের করা এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (০৪ এপ্রিল) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে আদালত অবমাননার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সাইয়েদা ফাহমিদা বেগম ২০০৯ সালের ১৯ ডিসেম্বর থেকে দুই মাসের অনুমোদিত ছুটিতে থাকার পরও ওই তারিখ থেকে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১০ সালের ১২ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ফাহমিদা।
রুল শুনানি করে ২০১৬ সালের ২৯ আগস্ট ফাহমিদার পক্ষে রায় দেন বিচারপতি এম আর হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ।
ওই রায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছালেও ফাহমিদাকে যোগদানের অনুমতি দেওয়া হয়নি। পরে লিগ্যাল নোটিশ দেন ফাহমিদা। কিন্তু এতে কোনো ফল না পাওয়ায় ফাহমিদা বেগম রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেন।
হাইকোর্ট তার আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
ইএস/জিপি/এএসআর