সোমবার (১৫ মে) সানি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন বৃদ্ধির আবেদন করেন। অপরপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা জামিন বাতিলের আবেদন করেন।
উভয় আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবির আগামী ৭ জুন পর্যন্ত জামিনের সময় বৃদ্ধি করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বিষয়টি বাংলানিউজকে জানান।
আদালতে শুনানির সময় মামলার বাদী নাসরিন সুলতানা ও আরাফাত সানি আদালতে উপস্থিত ছিলেন বলে তিনি জানান।
গত ১ ফেব্রুয়ারি ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন সানির স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা।
এর আগে গত ৫ জানুয়ারি তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে আরও একটি মামলা করেন নাসরিন সুলতানা। ২২ জানুয়ারি সানিকে ঢাকার সাভার থানাধীন আমিনবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি সব মামলায় জামিনে আছেন।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এমআই/আইএ