মঙ্গলবার (১৬ মে) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
উচ্চ আদালত
উচ্চ আদালতে রমজানে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত সময় নির্ধারণ করা করা হয়।
উচ্চ আদালতের অফিসের সময়সূচিতে বলা হয়, সকাল ৯টা ১৫ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।
নিম্ন আদালত
নিম্ন আদালতে রমজানে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সময় নির্ধারণ করা করা হয়। তবে দুপুর ১টা ১৫মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।
নিম্ন আদালতের অফিসের সময়সূচিতে বলা হয়, সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ইএস/জিপি/এমজেএফ