ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

আপিল বেঞ্চ পুনর্গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
আপিল বেঞ্চ পুনর্গঠন

ঢাকা: বিচারপতি নাজমুন আরা সুলতানা অবসরে যাওয়ার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের দু’টি বেঞ্চের রোববারের (০৯ জুলাই) কার্যতালিকায় দেখা গেছে, এখন বেঞ্চ দু’টিতে তিনজন করে বিচারপতি রয়েছেন।

শুক্রবার (০৭ জুলাই) অবসরে যান দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা।

এর আগে আপিল বিভাগের সাত বিচারপতির মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে ছিলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বে দুই নম্বর বেঞ্চে ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

তবে রোববারের কার্যতালিকায় দেখা গেছে, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দুই নম্বর বেঞ্চে অর্ন্তভূক্ত করা হয়েছে।

ফলে এখন উভয় বেঞ্চে তিনজন করে বিচারপতি রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।