দুদকের করা এক রিভিশন আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৬ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
আইনজীবীরা জানান, ২০১৫ সালে মামলা হলেও এখনও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এ আদেশ দেন আদালত। পাশাপাশি এ মামলায় রূপসা সার্ভেয়ার কোম্পানির চিফ সার্ভেয়ার শাহজাহান আলীর জামিনও বহাল রেখেছেন হাইকোর্ট।
যথাযথ তথ্য প্রমাণ ছাড়াই বেসিক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ৪০ কোটি টাকা ঋণ নেন মেসার্স সৈয়দ ট্রেডার্সের ম্যানেজিং পার্টনার সৈয়দ মাহবুবুল গণি।
২০১০ সালের ২ নভেম্বর ঋণ অনুমোন হয়। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ওই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ঋণ গ্রহীতা সৈয়দ মাহবুবুল গণি, রূপসা সার্ভেয়ার কোম্পানির চিফ সার্ভেয়ার শাহজাহান আলীসহ ৯ জনকে আসামি করে পল্টন থানায় এ মামলা করা হয়। কিন্তু এখনও মামলার তদন্ত শেষ হয়নি।
এই মামলার এক আসামি শাহজাহান আলী ২০১৬ সালের ১০ আগস্ট গ্রেফতার হন। পরে ওই বছরই তিনি বিচারিক আদালত থেকে জামিন পান। এই জামিন বাতিল চেয়ে ২০১৬ সালে দুদক রিভিশন আবেদন করে। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত রুল দেন। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার দুদকের আবেদন খারিজ করে আদেশ দেন হাইকোর্ট।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
ইএস/এমএ