ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

আদালতের ক্যান্টিনে হামলার দায়ে দু’জনের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
আদালতের ক্যান্টিনে হামলার দায়ে দু’জনের কারাদণ্ড

সিলেট: সিলেটে আদালতের ক্যান্টিনে হামলার দায়ে দুই আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো একমাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার মোল্লাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাহ মো. আব্দুর রহিম (২৯) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাদাঘাট গ্রামের রতনপুর গ্রামের সাহেব আলীর ছেলে সিলেটের দক্ষিণ সুরমা লাউয়াই এলাকার বাসিন্দা মো. দুলাল মিয়া (২৫)।

মঙ্গলবার (০৩ অক্টোবর) বিকেলে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান হিরোর আদালত এ রায় দেন।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, গত বছরের ১৫ জুন সকালে দেশি অস্ত্র সহকারে সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলের পেছনের জেলা প্রশাসনের কালেক্টরেট ক্যান্টিনে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়। তৎক্ষনাৎ আসামি আব্দুর রহিম ও দুলাল মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় ২নং বার হল সংলগ্ন ক্যান্টিনের ম্যানেজার মো. পাবেল আহমদ কোতোয়ালি থানায় মামলাটি করেন। তদন্ত শেষে একই বছরের ২৮ জুন কোতোয়ালি থানার এসআই মো. আকবর হোসাইন ভূঁইয়া এ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

গত বছরের ০৩ আগস্ট অভিযোগ (চার্জ) গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। চার্জশিটভূক্ত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও আসামিপক্ষে অ্যাডভোকেট মো. শাহজাহান সুজা মামলা পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এনইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।