মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ জামিন মঞ্জুর করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ।
পরে মো. বশির উল্লাহ জানান, ২০১৫ সালে নাশকতার অভিযোগে রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানাসহ বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়। মামলায় মঙ্গলবার তাকে হাইকোর্ট চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।
এ জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ইএস/এমএ