ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

আনোয়ার হোসেনসহ  ৫ হুন্ডি ব্যবসায়ী রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
আনোয়ার হোসেনসহ  ৫ হুন্ডি ব্যবসায়ী রিমান্ডে

ঢাকা: হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থপাচার মামলায় ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ ৫ আসামি দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপর আসামিরা হলেন- জহিরুল ইসলাম, তরুন দত্ত, আব্দুর রহমান ও মো. মাসুম।

 

মামলা অপর আসামি মতিঝিলের ‘তাজিম বাংলাদেশ’ নামক প্রতিষ্ঠানের মালিক তামিজ আনোয়ার পলাতক রয়েছেন।

গত ২৮ মার্চ তাজিম আনোয়ারের মতিঝিলের প্রতিষ্ঠানে তল্লাশি চালায় শুল্ক গোয়েন্দারা। এসময় ওই প্রতিষ্ঠানে ব্যাগ ভর্তি ৯ লাখ ৭৫ হাজার টাকা পাওয়া যায়। এরপর প্রতিষ্ঠানটির মালিক তাজিম আনোয়ারের সেগুনবাগিচার বাসায় তল্লাশি চালিয়ে বাসার বাথরুম থেকে একটি কালো ব্যাগে ৫৮ লাখ ১৫ হাজার টাকা পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমআই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।