ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

পিরোজপুরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
পিরোজপুরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরে অস্ত্র মামলায় অনিক মাহামুদ (২৭) নামে এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ রায় দেন। এসময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন।

 

দণ্ডপ্রাপ্ত অনিক পিরোজপুর পৌরসভার মাছিমপুর গ্রামের মাহামুদ হাসানের ছেলে।  

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের পৌরসভার মরিচাল গ্রামের বালুর মাঠ এলাকা থেকে অনিককে আটক করে পিরোজপুর সদর থানা পুলিশ। এরপর তার স্বীকারোক্তি অনুয়ায়ী বালুর মাঠ সংলগ্ন মাটির নিচে রাখা একটি শাটারগান জব্দ করা করা হয়। এ ঘটনায় তার নামে পুলিশ বাদী হয়ে সদর থানায় অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করে। একই বছরের ১৫ অক্টোবর অনিকের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। সাক্ষ্য ও শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জহুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।