ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অনেকের চেয়ে ছোট দল আমরা : তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
অনেকের চেয়ে ছোট দল আমরা : তাসকিন

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে সবচেয়ে দুর্বল দল ভাবা হচ্ছে ঢাকা ডমিনেটরস। জাতীয় দলে এখনও নিয়মিত খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে আছেন তাসকিন আহমেদ।

নামী বিদেশি ক্রিকেটারদেরও দলে ভেড়াতে পারেনি তারা।  

বুধবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করে ঢাকা। এরপর সংবাদ সম্মেলনে আসেন তাসকিন আহমেদ। নিজের দল নিয়ে তিনি বলেন, ‘কাগজে কলমে অনেকের চেয়ে ছোট দল। তবে আমাদের ঘরোয়ার কিছু খেলোয়াড় আছে যারা ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। ’ 

নিজের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে তাসকিন বলেন, ‘অবশ্যই ইচ্ছা আছে ভালো করার। সেরাটা দেওয়ার। প্রক্রিয়ার বাইরে কিছুই নেই, সবসময়ই বলি। এবারও সেটির মধ্যেই আছি। ’ 

‘যখন খেলতে নামি, তখন তো চাপ কাজ করেই। শেষ দুই বছর আইকন হিসেবে আসছি, ভালো একটা গ্রেডে এসেছি আপনাদের দোয়ায়। এটা একটা বাড়তি চাপ। তবে এসব সামলে খেলার চেষ্টা করব। চেষ্টা করার কিছু নেই। সামলে নিয়েই খেলতে হবে। ’ 

বাংলাদেশ সময় : ২১২৩ ঘণ্টা, ৪ জানুয়ারি, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।