ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকার অধিনায়ক নাসির, খুলনার ইয়াসির আলি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
ঢাকার অধিনায়ক নাসির, খুলনার ইয়াসির আলি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর আগেই এবার দেখা যাচ্ছে একের পর এক চমক। বিশেষত্ব অধিনায়কত্বে এসেছে ভিন্ন ভাবনা।

আগের দিন শুভাগত হোমকে নেতৃত্বে রাখার ঘোষণা দেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।  

বৃহস্পতিবার শুরুতে নাসির হোসেনকে অধিনায়ক করে ঢাকা ডমিনেটরস। এবার খুলনা টাইগার্স তাদের অধিনায়ক করেছে ইয়াসির আলি রাব্বিকে। দলটিতে তামিম ইকবাল থাকলেও তিনি নেতৃত্ব নেননি।  

ইয়াসিরকে অধিনায়ক করার ঘোষণা দিয়ে খুলনা টাইগার্সের ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম বলেছেন, ‘আগামীকাল থেকে এই মৌসুমের বিপিএল শুরু হচ্ছে। এই উপলক্ষে আপনাদের জন্য আমার খুব স্পেশাল ঘোষণা আছে। আমাদের টিম ম্যানেজম্যান্ট, কোচ খালেদ মাহমুদ সুজন ও আইকন ক্রিকেটার তামিম ইকবাল সবার সঙ্গে কয়েকবার আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে এসেছি-এবার আমাদের অধিনায়ক হবে ইয়াসির আলি রাব্বি। ’

এসময় তাকে অধিনায়ক করার কারণ জানিয়ে তিনি বলেন, ‘উনাকে অধিনায়ক করার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি তরুণ প্রতিভার মাধ্যমে সবকিছু সম্ভব। সবার তাকে চেনানোর একটা সুযোগ পাওয়া উচিত। একবার সুযোগ পাওয়া উচিত নেতা হিসেবে গড়ে উঠার জন্য। এভাবে সে নিজেকে প্রস্তুত করতে পারে ও বাংলাদেশ ক্রিকেট দল আরও একজন স্কিল অধিনায়ক পায়। ’

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।