ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

একটাই আছে বিপিএল, কথা হলে ক্রিকেটারদের ক্ষতি : মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
একটাই আছে বিপিএল, কথা হলে ক্রিকেটারদের ক্ষতি : মাশরাফি

দেশের একমাত্র ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবুও বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে সমালোচনার কমতি নেই এতটুকুও।

ডিসিশন রিভিউ সিস্টেম নেই, আম্পায়ারদের সিদ্ধান্ত পাওয়ার পর মাঠ ছাড়তে না চাওয়ার মতো ঘটনাও ঘটেছে।

বোলার বদল করা ইস্যুতে মঙ্গলবার মাঠে নেমে গেছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। এসব কিছু প্রচার হচ্ছে বিশ্বজুড়ে। দেশের ক্রিকেটের জন্য কি নেতিবাচক বার্তাই যাচ্ছে না? এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে থাকা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে করা হয়েছিল এমন প্রশ্ন।

জবাবে তিনি বলেছেন, ‘আমি তো এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলি না বা আমার খেলার সুযোগও নাই। তবে আমি মনে করি এই টুর্নামেন্টগুলো হওয়া প্রয়োজন। কারণ পুরো পৃথিবীতেই যদি দেখেন-টি-টোয়েন্টি। আপনাদেরও কাভার করতে হবে। আপনারাও কাভার করতে যান। টি-টোয়েন্টি এখন প্রচুর জনপ্রিয় খেলা। আন্তর্জাতিক সিরিজ হারলে কিন্তু আমরা চাপে পড়ে যাই, অনেক কথা ও সমালোচনা হয়। ’

সীমাবদ্ধতা থাকলেও বিপিএলে ইতিবাচকতা দেখেন মাশরাফি, ‘টুর্নামেন্ট বিসিবি আয়োজন করছে, দায়িত্ব তাদের, আপনারা যে প্রশ্ন করেন, তাদের কাছ থেকেই আসে। আমাদের ক্রিকেটারদের থেকে এত রিয়্যাকশন না আসা ভালো। এর চেয়ে খেলার দিকে মনোযোগী হওয়া উচিত। আরেকটা বিষয় কোনটা আছে বা নাই; আপনারাও প্রশ্ন করছেন। আমরাও জানি সীমাবদ্ধতা কতটুকু আছে বা নেই। ’

‘অনেক কিছু ভালো হতে পারতো। অনেক কিছু সীমাবদ্ধতা আছে। টুর্নামেন্ট যখন মাঠে আছে আমরাই প্রায় ২০০ তাড়া করেছি, আজকে ২০০ করেছি, অন্যান্য ম্যাচে ১৬০ তাড়া করছে। ক্রিকেটারদের একটা অভ্যাস তৈরি হচ্ছে। ’

আম্পায়ারিংয়ে ভুলের দায়-দায়িত্ব অবশ্য বিসিবিকে দিতে চান না মাশরাফি, ‘দিনশেষে কিছু প্রশ্ন থাকছে...আম্পায়ারিং, এটা বিসিবির কিছু করার নেই। আম্পায়ার যদি তার লেভেল ওখানে না আসে, তখন এটা অন্য বিষয়। বাইরে থেকে আম্পায়ার এনে...আবারও আমি বলবো আমাদের আম্পায়ারদের সুযোগ দিতে হবে তাদের মেলে ধরার। তারা এখান থেকে যদি শিখে ভালো কিছু করে। কিছু ভুল সিদ্ধান্ত হবে এটা খুব স্বাভাবিক। যেহেতু স্নিকো নাই বা অন্য কিছু নাই; কিছু ভুল সিদ্ধান্ত হবেই। আমার কাছে মনে হয় কিছু বোল্ড সিদ্ধান্ত যদি আম্পায়ার নিতে পারে...যেটা আমরা বাইরে খেললে বা আন্তর্জাতিক ম্যাচে দেখি। ওরকম স্ট্যান্ডার্ড সেট করতে গেলে আম্পায়ারদেরও কিছু পদক্ষেপ নিতে হবে মাঠে। ’

সমালোচনা করেও খুব বেশি লাভ দেখেন না মাশরাফি, ‘সবকিছু নিয়ে সমালোচনা করে লাভ হবে না। দিনশেষে এই টুর্নামেন্ট যেমন জরুরি, আন্তর্জাতিক ম্যাচে...এই স্পেসই পাই না টি-টোয়েন্টি খেলবো কবে। ইভেন এটার পর লোকালি আরেকটা হওয়া উচিত। অন্য দেশে টি-টোয়েন্টি স্পেশালিস্ট বের করতে। আমাদের দেশে একটাই আছে বিপিএল, এটা নিয়ে এত কথা হলে ক্রিকেটারদের জন্য ক্ষতি হবে। ’

বাংলাদেশ সময় : ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।