চট্টগ্রাম থেকে : অভিজ্ঞতা ও তারুণ্য মিলিয়ে বেশ ভালো দলই গড়েছিল ফরচুন বরিশাল। প্রথম ম্যাচেই তারা অবশ্য হেরে গিয়েছিল সিলেট স্ট্রাইকার্সের কাছে, খেয়েছিল বড় ধাক্কা।
মাঝে তিনদিনের বিরতি পেয়েছে বরিশাল। এরপর তাদের মাঠে নামতে হবে রংপুর রাইডার্সের বিপক্ষে। এর আগে সোমবার ছিল দলটির ঐচ্ছিক অনুশীলন। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন হেড কোচ নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলছেন, দল খেলবে আক্রমনাত্মক ক্রিকেট।
তিনি বলেন, ‘আমার মনে হয় শুরুটাও ভালো করেছিলাম। প্রথম ম্যাচটা কিছুটা ফিল্ডিংয়ের কারণে হেরেছি। দল একটা ভালো ফ্লোতে আছে। সবার মধ্যে আত্মবিশ্বাস আছে। কিন্তু একই সঙ্গে অন্যান্য দলগুলো আমাদের দেখছে। শক্তির জায়গা কোথায় তারা নিশ্চয়ই বিশ্লেষণ করে প্রতি আক্রমণ করবে। আমাদেরও সেটার মুখোমুখি হতে হবে। ’
‘তিন ম্যাচ আমরা জিতেছি, কিন্তু এখনও বহু ম্যাচ বাকি। এখনও আসরের বড় ভাগ বাকি, ওখানে ভালো খেলা জরুরি। মোমেন্টাম ধরে রাখা, নিজেদের ভালোভাবে প্রস্তুত রাখা প্রয়োজন। ভালো খেলতে থাকলে অনেক সময় সন্তুষ্টি চলে আসে, আমরা চাই না সেটা আসুক। আমরা চাই প্রতিটা ম্যাচই ভালো খেলি। ব্যাটাররা ভালো করছে, বোলিং-ফিল্ডিংয়ে উন্নতির সুযোগ আছে। প্রতিটা ম্যাচেই ভালো খেলতে চাই। ’
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগের দুই ম্যাচে বরিশাল জিতেছে দিনের ম্যাচে। তাদের পরের দুই ম্যাচ সন্ধ্যায়। দুই ম্যাচে দেখা যায় আলাদা কন্ডিশন ও লড়াই। সেটার জন্য বরিশাল তৈরি বলেই জানলেন ফাহিম।
তিনি বলেছেন, ‘দিন ও রাতে কন্ডিশনে কিছুটা পার্থক্য আছে। সেটা আমাদের মাথায় থাকবে। আমরা চেষ্টা করবো যেভাবে খেলে এসেছি, ওভাবেই খেলার। আক্রমণাত্মক অ্যাপ্রোচ থাকবে। কিন্তু একটু ক্যালকুলেটিভ হয়তো হবো। আমরা জানি এখন কোন দলে কে খেলছে, শক্তি বা দুর্বলতার জায়গা। সেটা বিবেচনায় রেখে সেরাটা খেলবো। ’
বাংলাদেশ সময় : ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এমএইচবি/এএইচএস