ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইতিহাস গড়তে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
ইতিহাস গড়তে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্ট পুরোপুরিভাবে পরিচালনা করতে যাচ্ছেন নারী ম্যাচ-অফিসিয়ালরা।

আজ ম্যাচ অফিসিয়ালদের তালিকা ঘোষণা করে আইসিসি। তাতে নাম নেই কোনো পুরুষ আম্পায়ার বা ম্যাচ রেফারির।

এই প্রসঙ্গে আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করতে পারে আমরা রোমাঞ্চিত। সাম্প্রতিক সময়ে নারী ক্রিকেট দ্রুতই এগিয়ে যাচ্ছে এবং তারই অংশ হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ স্তরে আমরা আরও বেশি নারীদের দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার জন্য পথ তৈরি করছি। ’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালদের তালিকা:
ম্যাচ রেফারি: জিস লক্ষ্মী, শান্দ্রে ফ্রিৎজ, মিশেল পেরেইরা।
আম্পায়ার: সু রেডফের্ন, এলোইস শেরিদেন, ক্লের পোলোসাক, জ্যাকুইলিন উইলিয়ামস, কিম কটন, লরেন আগেনবাগ, আনা হ্যারিস, ভ্রিন্দা রাথি, এন জানামি, নিমালি পেরেরা।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।