ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় খুলনা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় খুলনা

বিপিএলটা এবার একদমই ভালো কাটেনি খুলনা টাইগার্সের। ১০ ম্যাচে কেবল দুই জয় তাদের।

ফরচুন বরিশালের বিপক্ষে হারের পর নিশ্চিত হয়েছে তাদের বিদায়ও। প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে তারা।

বিপিএলের বড় সময় খুলনার অধিনায়ক ছিলেন ইয়াসির আলি রাব্বি। শেষ দুই ম্যাচে দলটির নেতৃত্ব দিচ্ছেন শাই হোপ। তিনি বলছেন, টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাওয়া তাদের জন্য হতাশার। শেষ দুই ম্যাচে দল ভালো করবে এমন আশা তার।

তিনি বলেছেন, ‘জিতলে অনেক বেশি উপভোগ করতাম। তবুও এমন সমর্থন পাওয়া দারুণ ব্যাপার। শিক্ষা নিয়ে শেষ দুই ম্যাচে হয়তো ঘুরে দাঁড়াব। ’

বিদায় নিশ্চিত হওয়ার পর হতাশাও প্রকাশ করেছেন হোপ, ‘খুবই হতাশাজনক (বিপিএল)। টেবিলের শীর্ষে থেকে হয়তো শেষ করা যেত। তবে আমরা আগেই বিদায় নিচ্ছি। এটা অবশ্যই হতাশাজনক। ’

কেন সফল হতে পারলো না খুলনা? হোপ বলছেন, ‘ক্রিকেটে কখনও আপনি এইভাবে সাফল্য পাবেন। কখনও পাবেন না। মাঝেমধ্যে কোনো না কোনো পথে আপনাকে যেতেই হবে। ’

‘আমার মনে হয়, আমরা দল হয়ে খেলতে পারি নাই। আমরা এককভাবে পারফর্ম করেছি, দলগত করা দরকার ছিল। ম্যাচ কিংবা টুর্নামেন্ট জিততে দলগত পারফর্ম্যান্স দরকার। ’

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।