ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশিদের সঙ্গে নিজের পার্থক্য ‘সিক্রেট’ রাখতে চান রিজওয়ান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
বাংলাদেশিদের সঙ্গে নিজের পার্থক্য ‘সিক্রেট’ রাখতে চান রিজওয়ান ছবি: শোয়েব মিথুন

মোহাম্মদ রিজওয়ান খেলায় ‘ব্রেইন’ ব্যবহার করেন, বাংলাদেশি ক্রিকেটাররা বেশির ভাগই করেন না; এমন দাবি ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। বিপিএলের এক ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে রিজওয়ানের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন এমন।

 

এরপর অন্য এক সংবাদ সম্মেলনে ‘দেশি ক্রিকেটারদের কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুলেন দেশের অন্যতম অভিজ্ঞ এই কোচ। এবারের বিপিএলে কুমিল্লার হয়ে ১০ ম্যাচ খেলে ৫০.১৪ গড় ও ১২৬.২৫ স্ট্রাইক রেটে ৩৫১ রান করেন রিজওয়ান। রংপুর রাইডার্সের বিপক্ষেই এবারের মতো খেলেছেন শেষ ম্যাচ।  

ওই ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিজওয়ান বাংলাদেশি ক্রিকেটারদের কমনসেন্স ইস্যুতে বলেছেন, ‘সবার নিজস্ব পরামর্শ থাকে। আমি এখানে এসেছি তাকে সাহায্য করতে (কোচ), এ কারণেই আমি কুমিল্লার আইকন ক্রিকেটার। তারা আমার কাছে যাই চায়, আপনি সব ক্রিকেটারদের জিজ্ঞেস করতে পারেন, আমি এটা শতভাগ করি। আর হ্যাঁ, শুধু বাংলাদেশিরাই না, সবাই মনোযোগ রাখতে চায় আর কন্ডিশন বুঝতে চায়। ’ 
 
‘তবে যদি আপনি শেখার প্রক্রিয়ার ভেতর দিয়ে না যান। আপনি তাহলে অবসর নিয়ে নেবেন কিন্তু কিছুই শিখবেন না। যদি শুরু থেকেই কন্ডিশন, পরিবেশ, পিচের চাওয়া বুঝতে চেষ্টা করেন, তাহলে দলের প্রয়োজনও বুঝবেন। কেউ হয়তো আপনার সমালোচনা করবে, কিন্তু সেটার দিকে আপনি তাকাতে পারবেন যেটা চান। তো যদি আপনি এটা করেন, তাহলে দিনশেষে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ’ 

ক্যারিয়ারের শুরুর দিকে ভুগতে হয়েছে রিজওয়ানকে। এরপর ধীরে ধীরে নিজেকে চিনিয়েছেন নিজেকে। খারাপ সময়ের কথা তাই ভালোই জানেন রিজওয়ান। নিজেকে বদলে ফেলা রিজওয়ানের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের ‘ব্রেইনে’ পার্থক্যটা কী? পাকিস্তানি তারকা সেটিকে রাখতে চাইলেন গোপন।  

তিনি বলেছেন, ‘আমি এখানে সবকিছু বলতে পারবো না কারণ কিছু কিছু বিষয় সিক্রেট। যদি আমি আপনাদের এটার ব্যাপারে বলি, তাহলে এটা আমাদের কোথাও গিয়ে সাহায্য করবে না। কিন্তু আমি চেষ্টা করি- ক্রিকেটাররা জানে তাদের সঙ্গে আমি ভাগাভাগি করি (অভিজ্ঞতা)। যদি দলের কেউ সংবাদ সম্মেলনে আসে, জিজ্ঞেস করতে পারেন, সে তাহলে ব্যাপারগুলো বলবে। ’ 

‘কিন্তু মূল ব্যাপারগুলো সিক্রেট। কারণ যদি আমি আপনি আমাদের বিষয়গুলো বলি, তাহলে আপনার অন্য কোথাও বলবেন, তারা আমার বিপক্ষে খেলবে। এজন্য আমি সবসময়ই কিছু ব্যাপার সিক্রেট রাখি। ’

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।