ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে, প্রত্যাশা সৌরভের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে, প্রত্যাশা সৌরভের

আগামী বছর ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশের প্রত্যাশাও বড়।

ওয়ানডে ফরম্যাটে অনেকদিন ধরেই ভালো করছে টাইগাররা। দেশে ও বিদেশে দক্ষিণ আফ্রিকা, ভারতের মতো শক্তিশালী দলকে সিরিজ হারিয়েছে।

দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের অনেকেই মনে করেন আগামী বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সেমিফাইনালে। এমন কিছু সম্ভব বলছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দুদিনের সফরে বাংলাদেশে আছেন তিনি। শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে কথা বলেন তিনি।

সৌরভ সাংবাদিকদের বলেছেন, ‘আমি অনেক প্রত্যাশা করি। আমি কোয়ার্টার বা সেমি পর্যন্ত প্রত্যাশা করি। একটু যদি ভাগ্য সহায় হয়, ভালো ফর্ম থাকে। বিশেষত স্পিনার ও পেস বোলারদের। ’

এসময় বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে আলাপের বিষয়েও কথা বলেন সৌরভ। তিনি জানান, আসন্ন সিরিজে ইংল্যান্ডকেও হারিয়ে দেওয়া সম্ভব। প্রিন্স অব কলকাতা জানিয়েছেন, বাংলাদেশ ভালো করলে সবসময়ই ভালো লাগে তার।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। ৬-৭ বছর আগেও একবার ভারত এসেছিল, সেখানেও ওয়ানডে সিরিজ জিতেছে। ইংল্যান্ড এসেছে পাপন ভাই বলেছিল আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন। ’

‘আপনাদের এখানে ঠিকমতো খেললে ইংল্যান্ডকে হারিয়ে দেবেন। কালকেই বলেছিলাম ১৭ কোটি মানুষ, সেখান থেকে এত প্রতিভা বের হয় ক্রিকেটে দেখার মতো। বোলিং, ব্যাটিং, সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত ভালো খেলছে। আমি খবর রাখি, দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের উন্নতি দেখে সবসময় ভালো লাগে। ’

আসন্ন আইপিএল নিয়ে তিনি বলেন, ‘সাকিব তো আগে বহুবার খেলেছে, আইপিএলের জয়ী দলে ছিল। মুস্তাফিজও হায়দারাবাদে ছিল। সেটাই বলি তোমাদের এখানে এত প্রতিভা। ’

বাংলাদেশ সময় : ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।