২০১৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল রনি তালুকদারের। এরপর প্রায় আট বছর জাতীয় দলে খেলা হয়নি তার।
১৪ বল খেলে ৪ চারে করেছেন ২১ রান। লিটন দাসের সঙ্গে তার সাড়ে তিন ওভারের জুটিতে ৩৩ রান এসেছিল। সেটি বাংলাদেশের জয়ে রেখেছে দারুণ ভূমিকা। রনির ব্যাটিং দেখে তাকে অনেকটা নির্ভারও লেগেছে। তিনি বলেছেন এর পেছনের গল্পও।
ডানহাতি এই ওপেনার বলেন, ‘এই দল আমাকে অনেক সমর্থন করছে। অনুশীলনেই সমর্থন করেছে। এটা আমাকে সাহায্য করেছে। নির্ভার থাকার চেষ্টা করেছি। সাকিব ভাই সেটিই বলেছেন, নির্ভার থাকলে ভালো কিছুই হবে। ’
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রনি খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। ৪২৫ রান করে ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও। এতেই মূলত জাতীয় দলের দরজা খুলে যায় তার জন্য। রনি বলছেন, দলের সবার ভরসার প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন তিনি, ‘জাতীয় দলে খেলা তো একটা স্বপ্ন। প্রতিটা খেলোয়াড়েরই স্বপ্ন। ২০১৫ সালে অভিষেকের পর স্বপ্নটাকে টেনে নিতে পারিনি। এরপর ফর্মটা ভালো ছিল না। শেষ বিপিএলটা ভালো হওয়ার পর দল আমাকে সুযোগ দিল। সবাই আমাকে সমর্থন দিচ্ছে। সাকিব ভাই, কোচিং স্টাফ সবাই। এর প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। ’
বাংলাদেশ সময় : ১৮৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এমএইচবি/এএইচএস